
আন্তর্জাতিক ডেস্ক: ছেলেসন্তান জন্ম দিতে না পারার ‘অপরাধে’ গত ১৪ জুন প্রতিবেশী দেশ ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর এলাকায় দুই কন্যার সামনে তাদের মাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন। যেহেতু শ্বশুর বাড়ির প্রত্যেকেই এমনকি ওই নারীর স্বামীও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। মায়ের মৃত্যুর পর তার দুই কন্যার ঠাঁই হয় একটি আশ্রয়কেন্দ্রে।
যদিও অনাগত সন্তানের লিঙ্গ কী হবে তা নির্ভর করে একজন পুরুষের উপরই। সদ্য মা হারানো দুই অভাগা কিশোরী, ১৫ বছরের লতিকা বনশল এবং ১৪ বছরের তনয়া। পুলিশের কাছে গেলেও তারা গড়িমসি শুরু করে। অতঃপর মায়ের হত্যার বিচার চেয়ে ১৫ বছরের লতিকা উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে রক্ত দিয়ে চিঠি লিখলেন।