News71.com
 International
 13 Aug 16, 05:12 PM
 364           
 0
 13 Aug 16, 05:12 PM

রোমের যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পোপ ফ্রান্সিস

রোমের যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পোপ ফ্রান্সিস

 

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক ২০ যৌনকর্মীর খোঁজখবর নিতে ইতালির রাজধানী রোমের একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন পোপ ফ্রান্সিস। তিনি অনেকটা আকস্মিকভাবেই সেখানে যান। ওই নারীদের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে কথা বলেছেন ৭৯ বছর বয়সী খ্রিষ্টান ধর্মের এই নেতা।

সাবেক ওই যৌনকর্মীদের দালালদের কাছ থেকে উদ্ধার করে ক্যাথলিক দাতব্য প্রতিষ্ঠানের অধীনে রোমের একটি অ্যাপার্টমেন্টে রাখা হয়েছে। এদের মধ্যে কেউ আফ্রিকা আবার কেউ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক। তাদেরকে চাকরি দেওয়ার কথা বলে ইউরোপের বিভিন্ন দেশে পাচার করা হয়েছিল।

পোপ ফ্রান্সিস ওই নারীদের পাশে বসে তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। সে সময় ওই নারীরা তাদের জোর করে যৌনকর্মে বাধ্য করার করুণ কাহিনী বর্ণনা করেন। ওই নারীদের মধ্যে নাইজেরিয়ার সাতজন, রোমানিয়ার ছয়জন, আলবেনিয়ার চারজন এবং বাকিরা ইতালি, তিউনিসিয়া এবং ইউক্রেনের নাগরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন