
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফ্রেডেরিক্সবার্গের শ্যানন বিমানবন্দরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।এ ঘটনায় নিহত হয়েছে ৬ যাত্রী । গতকাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় শ্যানন বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই একটি গাছের ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ভার্জিনিয়া রাজ্য পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনাস্থলের পাশ ঘেঁষে যাওয়া রেললাইনের এক ট্রেন যাত্রী জানান, তিনি উড়োজাহাজটি থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। এটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। রাজ্য পুলিশের মুখপাত্র করনি গিলার জানিয়েছে উড়োজাহাজটি গাছের ওপর পড়ে বিধ্বস্ত হয় এবং মুহূর্তে আগুনে ধরে যায়।