
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গিগোষ্ঠীর আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হাফিজ সাঈদ খান যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় এক আফগান প্রদেশে গত ২৬ জুলাই তার মৃত্যু হয় বলে পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত ওমর যাকিলওয়াল গতকাল শুক্রবার জানিয়েছেন।
তিনি বলেছেন, 'গত ২৬ জুলাই আফগানিস্তানের নানঘরহর প্রদেশের কোট জেলায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও যোদ্ধাসহ আইএসের খোরাসান নেতা হাফিজ সাঈদ খান নিহত হয়েছেন।
কিন্তু কাবুলে যুক্তরাষ্ট্র সেনা কোয়ালিশনের এক মুখপাত্র বলেছেন, তিনি তথ্যটি নিশ্চিত করতে পারছেন না, এই বিষয়ে কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের আনুগত্য স্বীকার করা হাফিজ সাঈদ খান তালেবানের পাকিস্তান শাখার একজন সাবেক নেতা। গতবছরও তার নিহত হওয়ার খবর বের হলেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।