
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ভারতীয় ৩ জন জেলে।গত গত মঙ্গলবার শারজাহ থেকে সমুদ্রে মাছ ধরতে যায় এই ভারতীয় জেলেদের দলটি । নিখোঁজ এইসব জেলেরা হলেন, তামিল নাড়ু দক্ষিণ ভারতীয় রাজ্যের কন্যাকুমারী জেলার রবার্ট পারতালোমি, সেলভাম জোসেফ এবং ভারতের থিরুনেলভেলি জেলার ভিয়াগুলা আর্নল্ড।
জানা গেছে, তারা গত ৪ মাস আগে শারজায় তাদের নতুন কাজে যোগদান করেন। ভারত ভিত্তিক আন্তর্জাতিক জেলেদের উন্নয়ন ট্রাস্টের সভাপতি জাস্টিন অ্যান্টনি বলেন, তামিলনাড়ু রাজ্য সরকার ইতোমধ্যে নিখোঁজদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।