News71.com
 International
 12 Aug 16, 06:08 PM
 446           
 0
 12 Aug 16, 06:08 PM

বিমানে মদ্যপান করার অপরাধে ২ পাইলটকে ৪ বছরের জন্য বরখাস্ত ।।

বিমানে মদ্যপান করার অপরাধে ২ পাইলটকে ৪ বছরের জন্য বরখাস্ত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিমানে মদপান করায় ভারতে ২ পাইলটকে ৪ বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়া ও জেট এয়ারওয়েজের ওই মদ্যপ ২ পাইলটের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দিয়েছে।

ভারতের অন্যতম সেরা বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজ গত ৩ই আগস্ট আবুধাবি থেকে চেন্নাইগামী ফ্লাইটের পাইলটকে মদ পানের অভিযোগে চাকরিচ্যুত করেছে। বিমান থেকে নামার পর রক্ত পরীক্ষায় মদপানের প্রমাণ পাওয়ায় এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রুকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তাছাড়া গত ১০ই আগস্ট শারজা থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলকে পরীক্ষা করেও মদপানের প্রমাণ পেয়ে তাকেও ৪ বছরের জন্য বরখাস্ত করা হয়। এর আগে ভারতে উড্ডয়নের আগেই কেবল পাইলটদের এলকোহল টেস্ট করা হতো। এখন থেকে দেশটিতে বিমান থেকে নামার পরও পাইলটরা মদপান করেছেন কিনা তা পরীক্ষা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন