News71.com
 International
 12 Aug 16, 05:51 PM
 411           
 0
 12 Aug 16, 05:51 PM

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি  বিমানের ঝাঁকুনিতে আহত ২২ ।।

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি  বিমানের ঝাঁকুনিতে আহত ২২ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বিমান এয়ার টার্বুল্যান্সে পড়ে ঝাঁকুনির শিকার হয়েছে। গতকাল স্যাক্রামেন্টো শহরে এ ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। আজ এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় ১১ই আগস্ট ২০১৬ গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেট ব্লু এয়ারলাইনের একটি ফ্লাইট এ ঝাঁকুনির শিকার হয়। ফ্লাইটটি বোস্টন থেকে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর উদ্দেশে যাত্রা করেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আহত আরোহীদের নিয়ে প্লেনটি নিরাপদে স্যাক্রামেন্টোতে অবতরণ করেছে। আহতদের মধ্যে ২২ যাত্রী এবং ২জন ক্রু ছিলেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের আঘাত ছিল সামান্য এবং চিকিৎসা প্রদানের পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, গত ৭ই মে ইন্দোনেশিয়ার আকাশে এয়ার টার্বুল্যান্স বা ঝাঁকুনির শিকার হয় হংকং এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। গত ৪ই মে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে টার্বুল্যান্সের শিকার হয় ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট।

উড়োজাহাজ যখন স্বাভাবিক ও মসৃণ বায়ুপ্রবাহের ভেতর দিয়ে উড়ে তখন কোনো ঝাঁকুনি লাগে না। এই অবস্থাকে বলা হয় স্মুথ ফ্লাইট। কিন্তু বায়ুপ্রবাহ যখন অমসৃণ হয় তখন উড়ন্ত বিমানে কিছুটা দোলা, ঝাঁকুনি, ক্রমাগত ওঠা-নামার পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থাকে বলা হয় টার্বুল্যান্স। মাত্রা বিশেষে এটি হালকা, মাঝারি বা বড় ধরনের হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন