
আন্তর্জাতিক ডেস্ক: ‘পোকেমন গো’ অ্যান্ড্রয়েড গেমসটিকে ঘিরে বিশ্বজুড়ে এখন ছোট-বড় অনেকের মধ্যেই ব্যাপক উন্মাদনা। আর জনপ্রিয় এই রিয়েলিটি গেমসটিকে ব্যবহার করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যটক আকৃষ্ট করার অভিনব এক পন্থা বেছে নিয়েছে জাপান।
এই গেমসের সাথে আরও ফিচার যুক্ত করে ফুকুশিমাসহ দেশটির দক্ষিণাঞ্চলীয় ৪টি এলাকায় পর্যটক ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে দেশটি। এজন্য কর্মকর্তারা গেমস ডেভেলপারদের সাথে কাজও শুরু করে দিয়েছেন। ওই এলাকাগুলোতে তারা বিরল পোকেমন চরিত্রও আনতে চাইছেন। এর ফলে সংস্কার কার্যক্রমে গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
মিয়াগি শহরের গভর্নর ইয়োশিহিরো মুরাই বলছেন, আশা করা যায় পোকেমন গো নিয়ে চলমান হিড়িক দুর্যোগ-কবলিত এলাকার বাস্তবতা অনুধাবন করতে তরুণ প্রজন্মকে সাহায্য করবে। ২০১১ সালের ভূমিকম্প এবং সুনামি জাপানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তারপর গত এপ্রিলে দু-দফা শক্তিশালী ভূমিকম্পের ফলে অনেক এলাকায় পর্যটকদের আগ্রহে ব্যাপক ভাটা পড়েছে।