News71.com
 International
 12 Aug 16, 01:00 PM
 392           
 0
 12 Aug 16, 01:00 PM

ফিলিপিন্সে জেলখানায় গ্রেনেড হামলা, নিহত ১০ কয়েদি ।।

ফিলিপিন্সে জেলখানায় গ্রেনেড হামলা, নিহত ১০ কয়েদি ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপিন্সের জেলখানায় গ্রেনেড হামলায় মৃত্যু হলো ১০ কয়েদির৷ গতকাল রাতে ফিলিপিন্সের একটি জেলে গ্রেনেড হামলা হয়৷ এই ঘটনায় ২ চীনা ড্রাগ মাফিয়া সহ মৃত্যু হয়েছে ১০ জন বন্দির ৷

সিনিয়র ইন্সপেক্টর তথা জেলের মুখপাত্র জেভিয়ার সোলদা জানান, বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে প্যারানাক সিটি জেলের ওয়ার্ডেন৷ মৃত্যু হয়েছে ১০ বন্দির৷ তাদের মধ্যে ৮জনই ড্রাগ মাফিয়া৷ বাকি ২জন খুন ও ডাকাতির ঘঠনায় অভিযুক্ত৷ সোলদা জানান, জেল পালানোর লক্ষ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ আপাতত ওয়ার্ডেনের বয়ানের অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন