
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে ৬.১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আজ(১২ আগস্ট) শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বলেছেন, নিউজিল্যান্ডের রাউওল দ্বীপ থেকে ৪৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠের ৭৫ কিলোমটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।