News71.com
 International
 12 Aug 16, 11:24 AM
 441           
 0
 12 Aug 16, 11:24 AM

তীব্র ভূমিকম্পে কাঁপল ক্যালেডোনিয়া, সুনামি সতর্কতা জারি ।।

তীব্র ভূমিকম্পে কাঁপল ক্যালেডোনিয়া, সুনামি সতর্কতা জারি ।।

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র ভূমিকম্প অনুভূত হল ক্যালেডোনিয়া সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। আজ ভূমিকম্পের ফলে তীব্রভাবে কেঁপে উঠে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ ভায়ানুতু। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২ ।

তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশান্ত মহাসাগরে এই ভূকম্পনের ফলে জারি হয়েছে সুনামি সতর্কতা। আজ ভোরে ভূমিকম্পের কম্পন বুঝতে পারেন নিউ ক্যালেডোনিয়ার বাসিন্দারা। ভূমিকম্পের উৎসস্থল ছিল নিউ ক্যালেডোনিয়ার ভূপৃষ্ঠ থেকে মাত্র ৯ কিলোমিটার গভীরে। যার তীব্র কম্পন ছড়িয়ে পড়ে ১০৯ কিলোমিটারজুড়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন