News71.com
 International
 11 Aug 16, 06:43 PM
 388           
 0
 11 Aug 16, 06:43 PM

২৯০ দিনের তদন্ত শেষে সৌদি আরবের মক্কায় ক্রেন দুর্ঘটনার বিচার শুরু ।।

২৯০ দিনের তদন্ত শেষে সৌদি আরবের মক্কায় ক্রেন দুর্ঘটনার বিচার শুরু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২৯০ দিনের তদন্ত শেষে সৌদি আরবের মক্কার পবিত্র গ্রান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনার বিচার শুরু হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের এ ঘটনায় সৌদি আরবের এক ধনকুবেরসহ আরও ১৩ জনকে অভিযুক্ত করে আজ দেশটির একটি আদালতে তদন্তের সারসংক্ষেপ দাখিল করা হয়েছে।

পবিত্র গ্রান্ড মসজিদের ওই ক্রেন দুর্ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের ১১০ জন নিহত ও ২১০ জন আহত হয়েছিলেন। তাছাড়া অন্তত ৮জন স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ৬ সৌদি, ২ পাকিস্তানি ও জর্ডান, কানাডা, ফিলিপাইন, ফিলিস্তিন, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের ১জন করে নাগরিক রয়েছেন। অভিযোগ দাখিলের সময় উপস্থিত না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছেন আদালত।

সূত্রে জানা গেছে, জার্মানির একটি কোম্পানি ক্রেনের ব্লাকবক্স বিশ্লেষণ করে জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্রেনের প্রধান অংশ ৮৭ ডিগ্রি কোনে হেলানো ছিল। ব্ল্যাক বক্স তথ্য বিশ্লেষণের পর প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্রেন দুর্ঘটনার আগের দিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার ছিল।

দেশটির তদন্ত এবং পাবলিক প্রসিকিউশন ব্যুরোর তদন্তকারীরা (বিআইপি) ক্রেনের মালিক সৌদি বিন লাদেন গ্রুপের অন্তত ১৭০ প্রকৌশলী, টেকনিশিয়ান ও শ্রমিককে জিজ্ঞাসাবাদ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন