
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বে কুর্দি-অধ্যুষিত একটি এলাকায় জোড়া বোমা হামলায় ৮ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অনেকেই। তুরস্কের কর্মকর্তাদের থেকে জানা গেছে, পুলিশের যানবাহন লক্ষ্য করে পিকেকে বিদ্রোহীরা এই হামলা চালায়। খিজিলতেপি শহরে একটি বিস্ফোরণে ৩ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। দায়ারবাকিরে একটি গাড়ি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এতে করে আহত হয়েছে আরও ১২ জন।
খিজিলতেপিতে একটি হাসপাতালের কাছে সড়কের পাশে রাখা বোমা দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। দায়ারবাকিরে একটি নিরাপত্তা তল্লাশিকেন্দ্রে হামলা চালানো হয়। গত বছর তুরস্কের নিরাপত্তা বাহিনী ও পিকেকের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। আর এর মধ্য দিয়ে যুদ্ধবিরতির অবসান ঘটে। এরপর থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সহিংসতা লেগেই আছে।