News71.com
 International
 11 Aug 16, 12:58 PM
 379           
 0
 11 Aug 16, 12:58 PM

লিবিয়ায় আইএস সদর দফতর সরকারি বাহিনীর দখলে ।।

লিবিয়ায় আইএস সদর দফতর সরকারি বাহিনীর দখলে ।।

 

আন্তর্জাতিক ডেস্ক: আন্তসিরিয়ার সির্তে শহরে অবস্থিত কথিত ইসলামিক স্টেট তথা আইএসর সদর দফতর সরকারি বাহিনী দখলে নিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট সমর্থিত লিবিয়ার সরকারি বাহিনী। মিসরাতা শহরের কাছে সরকারি যোদ্ধারা এ সাফল্য অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে।

সুত্রে জানা গেছে, একই সরকারি বাহিনী সির্তে শহরের প্রধান হাসপাতালের নিয়ন্ত্রণ নেয়ারও দাবি করেছেন। এতে বেশ কিছু আইএস যোদ্ধা আবাসিক এলাকাগুলোতে আটকা পড়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী অভিযানে সহায়তা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন