
আন্তর্জাতিক ডেস্ক: রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক। রাখি সাওয়ান্ত মানেই এমন কোন কাণ্ড, যা নিয়ে তোলপাড় পড়বে। স্বাধীনতা দিবসের আগে তেমনই একটি কাণ্ড ঘটিয়ে ফেললেন এই বলিউড অভিনেত্রী।
স্বাধীনতা দিবস আসছে। রাখি সাওয়ান্ত সেই স্বাধীনতা দিবস পালন শুরু করে দিয়েছেন এখন থেকেই। কিন্তু সেটা করতে গিয়ে এমন কাণ্ড ঘটবেন, কে জানত? নিজের পোশাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপিয়েছেন। সেই পোশাক পরে ছবিও তুলেছেন।
কিন্তু এমন ভাবে এবং এমন স্থানে সেই সব ছবি রয়েছে, তা রীতিমতো বিতর্কের উদ্রেক করতে পারে। আমেরিকায় একটি প্রাক স্বাধীনতা পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন নায়িকা। সেখানেই এই পোশাক পরেছিলেন। কেউ আঁচ করতে পারেননি, রাখি এমন কাণ্ড ঘটিয়ে বসবেন। কিন্তু ঘটিয়েছেন।