
আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের আর্থিক নীতির সমালোচনা করলেন হিলারি ক্লিনটন। ট্রাম্প প্রস্তাবিত কর ব্যবস্থা কেবল বড় কর্পোরেট সংস্থা এবং ধনীদের সাহায্য করবে।
গত সোমবার ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে হিলারি বলেন, ট্রাম্পের নীতি দেশে কর্মসংস্থান বা অর্থনীতিতে গতি আনবে না। উল্টো আবার মন্দা ফিরে আসবে। কিছুদিন আগে ডেট্রয়েটে আর্থিক নীতি নিয়ে বক্তব্য রেখেছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ধনী ও কর্পোরেট সংস্থাগুলোকে কর ছাড়ের প্রস্তাব দেন। তাতে শিল্প মহলের সুবিধা হবে। আর সেই সুবিধা চুঁইয়ে পড়বে নীচুস্তরে।
হিলারি এদিন বলেন, সামাজিক প্রকল্পগুলোতে বিনিয়োগ বাড়াতে চান তিনি। শিক্ষার সুযোগ বাড়াবেন বলে জানিয়েছেন। ধনীদের ওপর আরও কর চাপানোর কথা বলেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি প্রচারের শুরু থেকে বলে আসছি মধ্যবিত্তদের ওপর আরও কর চাপানোর পক্ষপাতী নই। আপনাদের সাহায্যে বড়লোকদের ওপর কর চাপাতে চাই।