News71.com
 International
 10 Aug 16, 01:01 PM
 370           
 0
 10 Aug 16, 01:01 PM

ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ।।

ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ।।

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্র ছিলো ৫ দশমিক ১। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।

আন্তর্জাতিক সময়মান গতকাল দিনগত রাত ২টা ৫৭ মিনিটে এবং বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে বিশ্ব মাধ্যমগুলোর খবরে এ তথ্য প্রকাশ করেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার আপার লেক থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং  নিস শহর থেকে উত্তর-উত্তর পূর্ব দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন