
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, বিরোধপূর্ণ পূর্ব চীন সাগর দ্বীপপুঞ্জের কাছে চীনের জাহাজের উপস্থিতি নজরে আসার পর থেকে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে।
তিনি আরও বলেছেন, বহিরাক্রমণ ঠেকানোর জন্য চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। গত শুক্রবার বিরোধপূর্ণ দ্বীপের কাছে চীনের ২৩০টি মাছ ধরার নৌকা ও কোস্ট গার্ডের জাহাজের উপস্থিতি দেখা যায়।
জানা গেছে, ফুমিও কিশিদা চীনের রাষ্ট্রদূতকে বলেছে, এমন পরিস্থিতিতে জাপান ও চীনের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটছে। চীনের একতরফা পদক্ষেপের কারণে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না। জনবসতিহীন এ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে এ দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জাপানে দ্বীপপুঞ্জটি সেনকাকু এবং চীনে দিয়াউ নামে পরিচিত।
আজ মঙ্গলবার সকালে জাপান কোস্ট গার্ড বলেছেন, তারা এই দ্বীপপুঞ্জের চারদিকে জাপানের জলসীমায় চীনের বিভিন্ন জাহাজের উপস্থিতি লক্ষ্য করে।