আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার মস্কোতে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরদোয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘পুনঃস্থাপন’ করতে চাই।
জানাগেছে, গত মাসে তুরস্কে সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর দেশের বাইরে এটি এরদোয়ানের প্রথম সফর। আর গত বছর সিরিয়ার সীমান্তের কাছে একটি রাশিয়ার সামরিক বিমান ভূপাতিত করে তুরস্ক। এরপর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।
সন্দেহভাজন অভ্যুত্থানচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিষয় নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে পড়েছে তুরস্ক। আবার এর মাঝে রাশিয়ার সঙ্গে পুনঃসম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন এরদোয়ান। তুরস্ক ছাড়ার আগে এরদোয়ান পুতিনকে ‘বন্ধু' হিসেবে উল্লেখ করে বলেন, রাশিয়ার সঙ্গে আমি সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে চাই।
আজ মস্কোতে পুতিন ও এরদোয়ানের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে করে ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ পুনরায় শুরু এবং পর্যটন ও ভ্রমণ নতুনভাবে শুরু করার বিষয়ে আলোচনা হতে পারে।