News71.com
 International
 09 Aug 16, 12:41 PM
 371           
 0
 09 Aug 16, 12:41 PM

ইথিওপিয়ায় বিক্ষোভ: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ‘নিহত ১০০’  

ইথিওপিয়ায় বিক্ষোভ: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ‘নিহত ১০০’     

 

আন্তর্জাতিক ডেস্কঃ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছেন, ইথিওপিয়াজুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন । বাহির দারে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে । সেখানে গত রবিবার ৩০ জন নিহত হন। ইথিওপিয়ায় কর্তৃপক্ষ বলেছেন, বাহির দারে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। 

এই বিষয়ে অ্যামনেস্টি বলছে, অরমো অঞ্চলের বিভিন্ন শহরে রবিবার  শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরাসরি গুলি চালিয়ে ৬৭ জনকে হত্যা করে। ওই একই দিনে আমহারা অঞ্চলের রাজধানী বাহির দারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

এই বিষয়ে কর্তৃপক্ষ দাবি করে বলেছে, বিক্ষোভকারীরা সরকারি ও জনগণের সম্পদ ধ্বংসের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছিল। সাম্প্রতিক  সময়ের মাসগুলোতে ইথিওপিয়ায় নজিরবিহীন প্রতিবাদ-বিক্ষোভের ঘটনা ঘটেছে। ইথিওপিয়ার অরোমো এবং আমহারা অঞ্চলের জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন