News71.com
 International
 09 Aug 16, 12:20 PM
 360           
 0
 09 Aug 16, 12:20 PM

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, এক নবজাতকসহ নিহত ৭।।

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, এক নবজাতকসহ নিহত ৭।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের পার্বত্য অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক নবজাতকসহ ৭ জন আরোহী নিহত হয়েছে। আজ সোমবার (৮ আগস্ট) রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা চুচেভিরে কপ্টারটি বিধ্বস্ত হয়।

নুয়াকোট চিফ ডিস্ট্রিক্ট কর্মকর্তা বিষ্ণু প্রসাদ পোখরেল রেডিও কান্তিপূরে বলেন, দুর্ভাগ্যকবলিত হেলিকপ্টারটির সব যাত্রীই নিহত হয়েছে এবং বিধ্বস্তস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৫ দিন বয়সী একটি অসুস্থ শিশুকে গ্রাম থেকে চিকিৎসার জন্য কাঠমান্ডু নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। শিশুটির সঙ্গে তার মা এবং দাদা-দাদী দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন