News71.com
 International
 08 Aug 16, 07:53 PM
 384           
 0
 08 Aug 16, 07:53 PM

আফগানিস্তানে দুই বিদেশি অধ্যাপককে অপহরণ।।

আফগানিস্তানে দুই বিদেশি অধ্যাপককে অপহরণ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুল থেকে অস্ত্রের মুখে দুই বিদেশি অধ্যাপককে অপহরণ করা হয়েছে। গতকাল রবিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাড়িতে করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। জানা যায়, অপহৃতদের মধ্যে একজন অস্ট্রেলিয়ান অধ্যাপক ও অপরজন আমেরিকান অধ্যাপক। তারা উভয়েই আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে কাজ করতেন।

অস্টেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের অস্ট্রেলিয়ান দূতাবাস অপহরণের খবরটি যাচাই করে দেখছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতে আফগানিস্তানের নিরপাত্তা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে, নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অপহরণের বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়, অপহরণকারীরা আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর উর্দি পরা ছিল। দুর্বৃত্তরা প্রথমে অধ্যাপকদের গাড়িতে আঘাত নিষ্ক্রিয় করে। পরে অস্ত্রের মুখে অপহরণকারীদের গাড়িতে করে তুলে নিয়ে যায়। আফগানিস্তানে তালেবান জঙ্গিরা সম্প্রতি বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ করেছে। গত সপ্তাহে জঙ্গিরা বিদেশি পর্যটকদের একটি বহরে হামলা চালায়। এতে ছয়জন আহত হন।

বহরে আট ব্রিটিশ, তিন মার্কিন ও এক জার্মান নাগরিক ছিলেন। তালেবানের এক মুখপাত্র হামলাটির দায় স্বীকার করেন। এর আগে জুন মাসে ভারতীয় এক এনজিও কর্মীকে কাবুল থেকে অপহরণ করা হয়। এপ্রিলে অপহরণ করা হয় এক অস্ট্রেলীয় এনজিও কর্মীকে। গত বছর দুই জার্মান এনজিও কর্মীকে অপহরণের পর ছেড়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন