News71.com
 International
 07 Aug 16, 01:21 PM
 351           
 0
 07 Aug 16, 01:21 PM

হিলারির মাথায় শর্ট-সার্কিট আছে : ট্রাম্প

হিলারির মাথায় শর্ট-সার্কিট আছে : ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের মাথায় শর্ট-সার্কিট আছে। গতকাল(৬ আগস্ট) শনিবার এক জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে হিলারি সরকারি ই-মেইলের পরিবর্তে নিজস্ব ই-মেইল সার্ভার ব্যবহার করেছিলেন। হিলারি বলেছেন, নিজস্ব সার্ভার ব্যবহার করলেও কোনো সরকারি তথ্য ফাঁস হয়নি। ইমেইল ইস্যুতে হিলারির বক্তব্যের সত্যতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। তিনি মানসিকভাবে অসুস্থ।

এতে ট্রাম্প আরও বলেন, ‘তার ব্রেনে শর্ট-সার্কিট আছে। তার অনেক সমস্যা আছে। সে অস্থির, ভারসাম্যহীন ও পুরোপুরি বিকৃত মস্তিস্কের।’ তিনি বলেন, ‘সে (হিলারি) মিথ্যাবাদী। সে ভয়াবহ এক ধরনের মানুষ।’

এরপরে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘যাদের মনে শর্ট-সার্কিট আছে তারা আমাদের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। মগজধোলাই করা বিশ্বের দিকে তাকান।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন