News71.com
 International
 07 Aug 16, 12:09 PM
 335           
 0
 07 Aug 16, 12:09 PM

কুয়েতে ধরা পড়ল 'সন্দেহজনক' আইএস সদস্য

কুয়েতে ধরা পড়ল 'সন্দেহজনক' আইএস সদস্য

 

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে ধরা পড়ল আইএসের নিয়োগকারী 'সন্দেহজনক' ১ জন সদস্য। তার নাম আবদুল্লাহ হাদি আব্দুল রেহমান আল এনেজি।

জানা গেছে, ঐ ব্যক্তিই ভারতে আইএসের জন্য 'জেহাদি' নিয়োগের ও তাদের ব্যয়ভার বহন করার দায়িত্বে ছিলেন। ভারতে আইএস জঙ্গিগোষ্ঠীতে লোক নিয়োগের অভিযোগে এই প্রথম কোন আন্তর্জাতিক গ্রেফতারির খবর সামনে এল।

হাদিকে ভারতে আইএস বাহিনীতে নতুন লোক নিয়োগ করার জন্য ১ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছিল এবং হাদি ভারতে আরীব মাজিদ নামক একজন ব্যক্তির মাধ্যমে আইএস বাহিনীতে লোক নিত। কুয়েত পুলিশের পক্ষ থেকে ভারত সরকারকে এই বিষয়ে জানানো হয়েছে এবং খুব শীঘ্রই হাদিকে জিজ্ঞাসাবাদের জন্য NIA-এর একটি দল কুয়েতে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন