আন্তর্জাতিক ডেস্কঃ রস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আবারো বলেছেন যে, তার দেশ তুরস্কের গত মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় কোনো ধরনের ভূমিকা পালন করেনি। স্থানীয় মাধ্যমে আজ বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ করেছেন তাতে রাষ্ট্রদূত বিরক্তি প্রকাশ করেন ।
তুরস্কের মার্কিন রাষ্ট্্রদূত জন বাস জানান, ‘আমি আগে যেমন বলেছি এবং ওয়াশিংটন থেকে যেমনটি আমরা বলেছি, সেভাবে আমি আবারো বলতে চাই, গত ১৫ই জুলাই রাত থেকে ১৬ই জুলাই পর্যন্ত যেসব বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র সরকার তার পরিকল্পনা, নির্দেশনা ও সমর্থন দেয়নি কিংবা এর আগাম তথ্যও আমাদের কাছে ছিলো না। তিনি জানান, তার দেশকে লক্ষ্য করে করা অভিযোগে তিনি ‘গভীরভাবে বিচলিত ও আহত’ হয়েছেন ।
বাস জানান, ‘খোলা মনে বলছি, আমাদের কাছে কোনো তথ্য থাকলে আমরা তা তাৎক্ষণিকভাবে তুর্কি সরকারকে জানাতাম। তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মবিশ্বাসী তুরস্ক দেখতে চায়। তিনি আরো জানান, যদি কেউ মনে করেন যে, যুক্তরাষ্ট্র তুরস্কের বিভক্ত ও অস্থিতিশীলতা থেকে লাভবান হবে তাহলে আমি মনে করি, তিনি ইতিহাসকে অতিমাত্রায় ভুল দিকে চালিত করছেন ।
বাস গত ১৮ই জুলাই তারিখেও তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তার দেশের সমর্থনের দাবি ‘অসত্য’ ও ‘ক্ষতিকর’ বলে নাকচ করেছিলেন ।