
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে এই মুহুর্তে ইন্টারনেটই বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অলিম্পিকে আসা অতিথিদের জন্য এই হুমকি আরো ভয়াবহ। আশঙ্কা করা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রতারকরা মানুষ ঠকাতে সক্রিয় হয়ে উঠেছে।
এতে বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে ইতিমধ্যে ইন্টারনেটভিত্তিক ফিশিং কর্মকাণ্ড বেড়ে গেছে। লোভনীয় প্রস্তাব পাঠিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা ফিশিং স্ক্যাম নামে পরিচিত। সম্প্রতিক সময়ে জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের অনলাইন অপরাধী চক্রগুলো ব্রাজিলের সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
অলিম্পিক গেমস উপলক্ষে ব্রাজিলে প্রায় ৫ লক্ষ পর্যটক যাবেন বলে আশা করা হচ্ছে। আর সে ক্ষেত্রে সাইবার অপরাধীরাও যে সুযোগ নেয়ার চেষ্টা করবে তা বোঝাই যায়।