
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অরেগনে ১টি মোটেলে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। গতকাল সকাল পৌনে ৬টার দিকে অরেগনের নিউপোর্ট এলাকার ওই মোটেলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মোটেলের ধ্বংস স্তুপের মধ্যে ৪টি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। তাছাড়া আহত আরো ৪জন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নিউপোর্ট পুলিশ জানায়, আহতদের মধ্যে ১জন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ।