News71.com
 International
 06 Aug 16, 08:25 PM
 390           
 0
 06 Aug 16, 08:25 PM

গরু রক্ষার নামে নির্যাতনের ঘটনার কঠোর সমালোচনায় প্রধানমন্ত্রী মোদি

গরু রক্ষার নামে নির্যাতনের ঘটনার কঠোর সমালোচনায় প্রধানমন্ত্রী মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বেশ কিছুদিন ধরেই গরুর মাংস খাওয়া বা রাখার অভিযোগে ভিন্নধর্মীদের উপর নির্যাতনের ঘটনায় সমালোচনায় মুখর ভারতের অসাম্প্রদায়িক জনগন। কিন্তু এবার সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি। ইদানিং ভারতের কয়েকটি জায়গায় গো-রক্ষার অজুহাতে মারধর, জুলুমের অভিযোগে আঙুল উঠেছে তার দল ও কিছু সংগঠনের বিরুদ্ধে।

আজ শনিবার ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্সে নাগরিকদের মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো-রক্ষার নামে সাধারণ মানুষের ওপর জুলুমবাজির নিন্দা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “যখন দেখি গোরক্ষার নামে লোকে দোকান খুলে বসছে, তখন ভীষণ রাগ হয়।” গো-রক্ষার নাম করে যারা সমাজবিরোধী কাজকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চান তিনি।

সরকারের নাগরিকদের সঙ্গে সংযোগ তৈরির কর্মসূচি ‘মাইগভ’-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যারা সমাজসেবা, গোরক্ষা করতে চান, তারা বরং আগে গরু যাতে প্লাস্টিক, বর্জ্য পদার্থ না খায়, সেদিকে খেয়াল রাখুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন