News71.com
 International
 06 Aug 16, 07:43 PM
 380           
 0
 06 Aug 16, 07:43 PM

হঠাৎ গুলির শব্দে অলিম্পিকের মশাল র‍্যালিতে আতঙ্ক...

হঠাৎ গুলির শব্দে অলিম্পিকের মশাল র‍্যালিতে আতঙ্ক...

 

আন্তর্জাতিক ডেস্ক: অলিম্পিক মশালের র‍্যালিটি এগিয়ে যাচ্ছিল। মশালবাহীরা কিছু দূর দৌড়ে গিয়ে হাত-বদল করছিলেন অলিম্পিকের প্রতীকটি। রিও ডি জেনিরোর ফাবেলাগুলোর (বস্তি) পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখা গেল এক মশালবাহী ১০০ মিটার স্প্রিন্টের গতিতে ছুটতে শুরু করেছেন। মশাল বহন দেখতে আসা দর্শকরা অবাক হয়ে দেখছিলেন। ঘটনা কি? আসলে হঠাৎ গুলির শব্দ শুনেই ওইভাবে দৌড় দিয়েছেন মশালবাহী।

জানা গেছে, অলিম্পিকের এক মশালবাহী যখন মশাল হাতে একটি ফাবেলা অতিক্রম করছিলেন, ঠিক তখনই মজা করে শূন্যে গুলি ছুড়েছে কেউ। আচমকা গুলির শব্দ শুনে সেই মশালবাহী উৎকণ্ঠা আর ভীতি উল্কার বেগে ছুট দিলেন। এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ইউটিউবে এটি ইতোমধ্যেই দশ লক্ষ বার দেখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন