News71.com
 International
 06 Aug 16, 07:15 PM
 403           
 0
 06 Aug 16, 07:15 PM

পুলিশকে ঘুষ না দেয়ায় দুই ট্রাক্টর ড্রাইভারকে পিটিয়ে হত্যা

পুলিশকে ঘুষ না দেয়ায় দুই ট্রাক্টর ড্রাইভারকে পিটিয়ে হত্যা

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের পুলিশকে ঘুষ না দেয়ায় ২ জন ট্রাক্টর ড্রাইভারকে পিটিয়ে পুকুরে ফেলে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার পরে বিক্ষুব্ধ জনগণ ৫ জন পুলিশকে পিটিয়েছে। স্থানীয় কিছু লোকজন বলেছেন, গতকাল শুক্রবার ২ জন যুবক উত্তর প্রদেশের মাইনপুরিতে ট্রাক্টরে পাথর নিয়ে যাচ্ছিল। সেখানে পুলিশ তাদের আটকিয়ে ১২০০ রূপি ঘুষ দাবি করে। কিন্তু তারা ঘুষ দিতে না চাওয়ায় তাদের প্রথম পেটানো হয় তারপর পুকুরে ফেলে দেয়া হয়, এবং সেখানেই ওই দুইজন যুবক মৃত্যুবরণ করে। নিহত ওই দুইজন যুবক হলেন, দিলীপ যাদব (২২) ও পঙ্কজ যাদব। তারা দুইজনই একই পরিবারের। 

কিন্তু এই বিষয়ে পুলিশ বলেছেন, তারা পালাতে গিয়ে পুকুরে পড়ে যায়। এই ঘটনার পরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে স্থানীয় জনগণ এবং একটি পুলিশ পোস্টের ৫ জন পুলিশকে পিটিয়ে আহত করে। অবস্থা নিয়ন্ত্রণে অন্যান্য এলাকা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই পুলিশ পোস্টের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা দেবরঞ্জন বার্মা বলেছেন, আমরা এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন