News71.com
 International
 05 Aug 16, 11:25 AM
 349           
 0
 05 Aug 16, 11:25 AM

জঙ্গী হানার ভয়ে ফ্রান্সে মুসলিম মেয়েদের সাঁতার নিয়ে আপত্তি মেয়রের

জঙ্গী হানার ভয়ে ফ্রান্সে মুসলিম মেয়েদের সাঁতার নিয়ে আপত্তি মেয়রের

আন্তর্জাতিক ডেস্কঃ গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা, সেই সাথে মাথাও পুরোপুরি আবৃত---মুসলিম মেয়েদের জন্য তৈরি সাঁতারের পোশাক বুর্কিনি। সেটি পড়ে মাত্র একটি দিনের জন্য শহরের বিখ্যাত ওয়াটার ফ্রন্টটি ভাড়া নিয়ে সাঁতার কাটতে চেয়েছিলেন ফরাসী শহর মার্সেই এর মেয়েরা ।

কিন্তু বেরসিক কর্তৃপক্ষ যেমন অনুমতি দিতে বেকে বসেছেন, তেমনি কঠোর ভাষায় এ উদ্যোগকে আক্রমণ করছেন রাজনীতিকেরাও। এ নিয়ে এখন মার্সেইতে চলছে তুমুল বিতর্ক। স্থানীয় একটি কম্যুনিটি গ্রুপ এই অনুষ্ঠানটির আয়োজক, তারা বলছে এর ফলে শহরের মুসলিম নারীরা আরো বেশি হারে স্থানীয় কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন ।

কিন্তু শহরটির বামপন্থী মেয়র মিশেল এ্যামি বলেছেন, তিনি এই অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করতে চান। তার যুক্তি, ফ্রান্সে যখন একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন এ ধরণের অনুষ্ঠান নতুন করে উস্কানি দেবে সন্ত্রাসীদের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন