News71.com
 International
 29 Jul 16, 01:13 PM
 412           
 0
 29 Jul 16, 01:13 PM

এক মিটারের বেশি বড় পায়ের আঙুল!

এক মিটারের বেশি বড় পায়ের আঙুল!

 

নিউজ ডেস্ক: একটা পায়ের আঙুল। তার দৈর্ঘ্যই প্রায় এক মিটারের বেশি। ৮ কোটি বছর আগে তখন পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব। সেই ডায়নোসরেরই পায়ের আঙুলের ছাপ মিলল বলিভিয়ায়। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ডায়নোসরের বিভিন্ন নমুনার মধ্যে এটিই সবথেকে বড়।

বিজ্ঞানীদের প্রকাশ করা সেই পায়ের আঙুলের ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই নিয়ে চলছে নানা আলোচনা আর গবেষণা। বিজ্ঞানীদের ধারণা এটিই পৃথিবীর সবথেকে বড় ডাইনোসরের পায়ের আঙুলের ছাপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন