News71.com
 International
 27 Jul 16, 04:17 PM
 419           
 1
 27 Jul 16, 04:17 PM

ইরাকে কারবোমা বিস্ফোরণ ।। নিহত ২২

ইরাকে কারবোমা বিস্ফোরণ ।। নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলের আল কামিশলি শহরে কার বোমা হামলায় ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও বেশ কয়েকজন।

আজ দেশটির তুরস্ক সীমন্তের ওই শহরে হামলার ঘটনাটি ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। তবে কারা হামলা চালিয়েছে এবং হামলার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন