News71.com
 International
 27 Jul 16, 01:45 AM
 398           
 0
 27 Jul 16, 01:45 AM

ভারতকে কাবুলের সতর্কবার্তা ।। আফগানিস্তানে কর্মরত আরও ভারতীয় নাগরিক অপহরন হতে পারেন

ভারতকে কাবুলের সতর্কবার্তা ।। আফগানিস্তানে কর্মরত আরও ভারতীয় নাগরিক অপহরন হতে পারেন

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের মাটিতে ভারতীয় নাগরিক জুডিথ ডিসুজার অপহরণের মতো ঘটনা আরও ঘটতে পারে। জুডিথের মুক্তির দিনেই জাতিসংঘ সতর্ক করল ভারতকে। জাতিসংঘের আফগান সদস্য মেহমুদ সায়কল বলেছেন, ‘পাকিস্তানের মাটিতে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন ভারত বিরোধী লড়াই চালাচ্ছে, তারা আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের অপহরণ বা হত্যার ছক কষছে ।

সন্দেহভাজন সংগঠনগুলির মধ্যে হিজবুল মুজাহিদিন, আই এস, তালিবান, জৈশ-ই-মহম্মদ নাম উল্লেখ করেছেন সায়কল। তাঁর দাবি, আফগানিস্তানের মাটিতে একাধিক নাশকতামূলক কর্মসূচি নিয়ে তারা আফগান ও ভারতীয়দের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চায়। আফগানিস্তান থেকে সমস্ত বিদেশি সাহায্য সরিয়ে নেওয়াই এদের উদ্দেশ্য। একসময় আফগানিস্তানে একাধিক মার্কিন নাগরিকদের তারা একই উদ্দেশ্য নিয়ে অপহরণ বা হত্যা করত। আফগানিস্তানে এই মুহূর্তে ৬০০০-এরও বেশি সন্ত্রাসবাদী রয়েছে বলে মনে করছেন সায়কল ।

যাদের বেশিরভাগই রয়েছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ‘ডুরান্ড লাইন’ লাগোয়া অঞ্চলে। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতেও আফগান জঙ্গিদের অবাধ যাতায়াত আছে বলে দাবি করেছেন সায়কল। পাকিস্তানের সঙ্গে ভারতের বিবাদকে কাজে লাগিয়ে প্রতিমাসেই বিরাট সংখ্যক পাক যুবকদের নাশকতামূলক কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে সতর্ক করেছেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন