News71.com
 International
 23 Jul 16, 06:20 PM
 393           
 0
 23 Jul 16, 06:20 PM

মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামার নারী আসক্তিতে ক্ষুব্ধ ফাস্টলেডি মিশেল।।

মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামার নারী আসক্তিতে ক্ষুব্ধ ফাস্টলেডি মিশেল।।

আন্তর্জাতিক ডেস্কঃ আর কিছুদিন পরই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বেশ কিছুদিন ধরে তার পরবর্তী জীবনযাপন এখন মিডিয়ার আলোচ্য বিষয়। কিন্তু, তার আগে বারাক ওবামার নারী-প্রীতি বিষয়ক সংবাদ প্রকাশিহ হওয়ায় হতবাক সকলে!

আন্তর্জাতিক স্তরে বেশ কিছু ইন্টারনেট মিডিয়ার দাবি বারাক ওবামার নারী আসক্তিতে চটেছেন মিশেল ওবামা। এমনকী, মিশেল নাকি ডিভোর্সের হুমকিও দিয়ে রেখেছেন। মিশেল বিশ্বাস করতে শুরু করেছেন, এতদিন তাকে আড়াল করে বারাক ওবামা নাকি একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এক বিদেশ সফরে বারাক ওবামাকে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন তারই এক কর্মী।

এই খবর মিশেলের কাছে পৌঁছতে দেরি হয়নি। এমনকী, মিশেল একবার জাপানে গিয়েছিলেন। সেই সময় জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যারোলিন কেনেডির সঙ্গে বারাকের ঘনিষ্ঠ ছবি দেখে ক্ষেপে যান তিনি। নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিতে ডেনমার্কের সুন্দরী প্রাইম মিনিস্টার হেলে থোরনিং স্কমিডট এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের সঙ্গে যেভাবে হামলিয়ে পড়ে বারাক ওবামা সেলফি তুলেছেন, তা কারোরই নজর এড়ায়নি। বিশেষ করে, বারাকের পাশেই তার স্ত্রী মিশেল বসে থাকলেও, সেলফিতে তাকে দেখা যায়নি।

সম্প্রতি মিশেল নাকি বারাক ওবামার সঙ্গে একঘরে থাকছেনও না। নিজের একটা ছোট্ট বেডরুমে সমস্ত দরকারি জিনিস নাকি ঢুকিয়ে নিয়েছেন মিশেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন