News71.com
 International
 22 May 24, 11:51 AM
 35           
 0
 22 May 24, 11:51 AM

লাহোর কারাগার থেকে মুক্তি পেলেন পিটিআই নেতা পারভেজ এলাহি॥

লাহোর কারাগার থেকে মুক্তি পেলেন পিটিআই নেতা পারভেজ এলাহি॥


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহি লাহোরের কোট লাখপত কারাগার থেকে মুক্তি পেয়েছেন। পাঞ্জাব বিধানসভায় অবৈধ নিয়োগ মামলায় লাহোর হাইকোর্ট (এলএইচসি) জামিন অনুমোদন করার পর তিনি মুক্তি পান।এলাহির জামিন আবেদনের ওপর রায় ঘোষণা করেন লাহোর হাইকোর্টের বিচারপতি সুলতান তানভীর। মুক্তির পর পিটিআই প্রেসিডেন্ট প্রাদেশিক রাজধানীতে তার বাসভবনে পৌঁছান। ৯ মে'র ঘটনার পর বিরোধী দলের ওপর দমন-পীড়নের সময় গ্রেফতার হওয়া কয়েক ডজন পিটিআই নেতার মধ্যে এলাহিও ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন