নিউজ ডেস্কঃ ওজনে কারচুপির দায়ে সিরাজগঞ্জে একটি পেট্রোল পাম্পকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও পণ্যের গায়ে খুচরা মূল্য না থাকায় একটি ইলেকট্রনিক্স কোম্পানির ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজার ও সয়া ধানগড়া মহল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মাহমুদ হাসান রনি জানান, সয়াধানগড়া মহল্লার সিরাজগঞ্জ পেট্রোলিয়াম এজেন্সি পাম্পে অভিযান চালিয়ে ওজনে কারচুপির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় পাম্পের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে বড় বাজারে অভিযান চালিয়ে সুপার স্টার বাল্ব কোম্পানির পণ্যের গায়ে খুচরা মূল্য না থাকায় ডিলার তালুকদার টাইলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।