News71.com
 Bangladesh
 17 Jul 22, 01:21 PM
 1403           
 0
 17 Jul 22, 01:21 PM

ডাকাত ধরতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত।।

ডাকাত ধরতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত।।

নিউজ ডেস্কঃ  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

শনিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে জেলার শাহজিবাজার এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালালে ডাকাতদল তাদের ওপর হামলা করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ডাকাতদলের পালিয়ে যাওয়া সদস্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন