News71.com
 Bangladesh
 19 Jun 22, 06:51 PM
 1435           
 0
 19 Jun 22, 06:51 PM

বন্যার্তদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি চেম্বার সভাপতির আহ্বান।।

বন্যার্তদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি চেম্বার সভাপতির আহ্বান।।

নিউজ ডেস্কঃ সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।  রোববার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে আকবরশাহ ও পাহাড়তলীতে পাহাড়ধসে ৪ জন নিহত হয়েছেন। দেশের প্রায় ১১টি জেলায় বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে অত্যন্ত অসহায় অবস্থায় মানবিক বিপর্যয়ের সম্মুখীন। বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। পানিবন্দী এলাকায় বিশুদ্ধ খাবার পানি, খাদ্য বিশেষ করে শুকনো খাবার এবং আশ্রয়ের অভাবে মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে সময় অতিবাহিত করছে।

 স্মরণকালের ভয়াবহ এই বন্যায় মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। স্কুল, কলেজ, হাট-বাজার, হাসপাতাল বন্ধ, বিমান, রেল, মহাসড়কসহ সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্যাস, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ইত্যাদি বন্ধ রয়েছে। দেশের উত্তরাঞ্চলেও কয়েকটি জেলায় বন্যা দেখা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের মধ্যাঞ্চলও প্লাবিত হতে পারে।  তিনি এই পরিস্থিতিতে দেশের ব্যবসায়ী সমাজ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, করপোরেট হাউসসহ দেশের বিত্তবানদের বন্যার্তদের সাহায্যে দ্রুত এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন