
নিউজ ডেস্কঃ ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে সিলেটের গোয়াইনঘাটের এক কিশোরীকে অপহরণ করে নেওয়া হয় পটুয়াখালীতে। সেখান থেকে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পারভেজ মিয়া (২১) পটুয়াখালীর দুমকী থানার বাজখালী গ্রামের হারুন মিয়ার ছেলে। শুক্রবার (০৩ জুন) দুমকি থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে সিলেটে আনা হয়।
পুলিশ জানায়, গত ২৫ মে দুপুর ২টার দিকে গোয়াইনঘাটের জাফলং ছৈলাখেল গ্রামের এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে ১ জুন থানায় অপহরণ মামলা করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কিশোরীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। তিন দিন অভিযান চালিয়ে শুক্রবার দুমকি থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত পারভেজকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।