Bangladesh
 14 Feb 21, 02:27 PM
 42             0

পরিবহণ শ্রমিকদের স্ট্যান্ডবাজি।। সিসিক মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ

পরিবহণ শ্রমিকদের স্ট্যান্ডবাজি।। সিসিক মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ

 

নিউজ ডেস্কঃ সিলেটে সড়ক সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়ালেন মাইক্রোবাস পরিবহণ শ্রমিকরা। অবৈধ স্ট্যান্ড দখলে রাখতে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। নগরের চৌহাট্টায় সড়কে বাঁশ ফেলে জনভোগান্তি সৃষ্টি করেন। শনিবার বিকাল পৌনে ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্ট ঘটে এমন ঘটনা। শ্রমিকরা পয়েন্টের অদূরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনের সড়ক আটকে রেখে যান চলাচলে বিঘ্ন ঘটান। 

 

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরীকে অবরুদ্ধ করে রেখে অশালীন ভাষায় স্লোগান দিতে থাকেন। স্থানীয়রা জানান, এদিন বিকেলে চৌহাট্টা-আম্বরখানা সড়ক সম্প্রসারণ ও ফুটপাত নির্মাণের জন্য সড়ক দখল করে গড়া অবৈধ স্ট্যান্ড অপসারণ করতে অভিযান চালানো হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা এই স্ট্যান্ড উচ্ছেদে অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন