News71.com
 Bangladesh
 30 Sep 19, 01:19 PM
 817           
 0
 30 Sep 19, 01:19 PM

হবিগঞ্জ সদর থানায় পুলিশি নির্যাতনে এক আসামির মৃত্যুর অভিযোগ॥  

হবিগঞ্জ সদর থানায় পুলিশি নির্যাতনে এক আসামির মৃত্যুর অভিযোগ॥   

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ সদর থানায় পুলিশি নির্যাতনে চেক ডিজঅনার মামলার এক আসামির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফারুক মিয়া (৪৫) নামে ওই আসামিকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ থানা থেকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিঠুন চক্রবর্তী মৃত ঘোষণা করেন। এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সদর থানার একদল পুলিশ আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মৃত আসামি ফারুক মিয়া (৪৫) শহরের মোহনপুর এলাকার সঞ্জব আলীর ছেলে। তিনি ১৫ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলার আসামি ছিলেন। চিকিৎসক মিঠুন চক্রবর্তী জানান, মৃতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে এই মুহূর্তে মৃত্যুর আসল কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, আসামিকে রাত ২টার দিকে গ্রেফতার করা হয়। এ সময় অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এ কারণে স্ট্রোক করে মারা যেতে পারেন। আর যদি এ ঘটনায় পুলিশ দায়ী থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন