Bangladesh
 01 Jul 18, 05:38 PM
 607             0

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবি, দুইজনের মৃত্যু।।

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবি, দুইজনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জোরসিংহা হাওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হোসনে আরা বেগম (২২) ও এমদাদুল হক(৬০)। আহদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,নিহত ও আহতরা জামালগঞ্জ উপজেলা থেকে ছোট নৌকাযোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে শিরনির দাওয়াত খেতে যান। দাওয়া খাওয়া শেষে ওই নৌকায় করে পরিবার ও আত্মীয় স্বজনসহ ৭ যাত্রী কেশবপুর থেকে মুক্তাখাই গ্রামে যাওয়ার সময় পথে জোরসিংহা হওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে ৭ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন পাঁচজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো.ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')