News71.com
 Bangladesh
 23 May 18, 05:09 PM
 1236           
 0
 23 May 18, 05:09 PM

সিলেট বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ১।।

সিলেট বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ১।।


নিউজ ডেস্কঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মেজবাহ উদ্দিন (৫৮) নামের ওই যাত্রীর লাগেজ চেকিংয়ের সময় এসব মুদ্রা পাওয়া যায়। মুদ্রার পরিমাণ বাংলাদেশী টাকায় দুই কোটি ১৭ লাখ টাকা বলে জানিয়েছে আর্মড পুলিশ। আটককৃত মেজবাহ উদ্দিন গাজীপুর জেলার কাপাসিয়া থানার চাঁদুপুর গ্রামের আবুল আরশাদের ছেলে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান,ফ্লাই দুবাইয়ের সন্ধ্যা সাড়ে ৬ টার ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন মেজবাহ। এসময় তার লাগেজ স্ক্যানিং করে এক কোটি ৪৬ লাখ ২৯ টাকা সমপরিমাণের সৌদি রিয়াল,২৬ লাখ ১৮ হাজার ৩৬৪ টাকা সমপরিমাণের আমিরাত দিরহাম,১৫ লাখ ১৩ হাজার ৮২৮ টাকা সমপরিমাণের কুয়েতি দিনার,প্রায় পাঁচ লাখ টাকা সমপরিমাণের বাহরাইনের দিনার এবং প্রায় ২৫ লাখ টাকা সমপরিমাণের ওমানী রিয়াল পাওয়া যায়। এসময় মেজবাহকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদীন আরো জানান,মেজবাহের বাড়ি গাজীপুরে হলেও মুদ্রা পাচারের সুবিধার্থে তিনি ওসমানী বিমানবন্দর ব্যবহার করেন। এর আগেও তিনি মুদ্রা পাচার করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মেজবাহকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন