News71.com
 Bangladesh
 08 May 18, 02:02 AM
 1246           
 0
 08 May 18, 02:02 AM

৬ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু।  

৬ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু।   

নিউজ ডেস্কঃ কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের লাউয়াছড়ায় ট্রেন লাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় আটকা পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেন। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুনরায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

সিলেট-আখাউড়া রেলপথের শ্রীমঙ্গল রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙে পড়ে ট্রেনের ইঞ্জিনের ওপর। এরপর থেকে পাহাড়ি এলাকায় যাত্রীবাহী উদয়ন ট্রেনটি আটকা পড়ে। এতে এসব ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন