News71.com
 Bangladesh
 26 Mar 18, 06:01 AM
 1070           
 0
 26 Mar 18, 06:01 AM

হবিগঞ্জে মহান স্বাধীনতা দিবসে ২৬০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।।

হবিগঞ্জে মহান স্বাধীনতা দিবসে ২৬০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে হবিগঞ্জ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলার বিভিন্ন এলাকার ২৬০ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে তাদেরকে উপহার হিসাবে শাড়ি,লুঙ্গি ও প্লেট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। জেলা প্রশাসক মাহমুদুল হাসান মুরাদের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার বেলায়েত হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আবু জাহির এমপি বলেন,মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান। তাদেরকে সম্মানিত করা হলো গর্বের বিষয়। তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে বিজয় অর্জনে মুক্তিযোদ্ধাদের বীরত্মগাথা সম্পর্কে শিক্ষার্থীদেরকে পুরেপুরি অবগত করতে হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পরে মুক্তিযোদ্ধাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে জেলা প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন