bangladesh
 18 Mar 18, 10:04 AM
 307             0

সিলেটে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড,শিশুসহ নিহত ৫।।

সিলেটে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড,শিশুসহ নিহত ৫।।

 

নিউজ ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ পাহাড় লাইনের লক্ষ্মনাবন্দ এলাকায় একটি কলোনিতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। গোলাপগঞ্জ থানার ইন্সপেক্টর মীর মো. আ. নাসের বলেন,আগুন নেভানোর পর সেখান থেকে শিশুসহ পাঁচজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় আনা লাশগুলোর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৬ বছরের এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার করা লাশগুলো হলো- মুস্কন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২),ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০) ও তাদের দুই বছরের ছেলে তাহমিন এবং ১৬ বছরের কিশোর সেবুলের। এছাড়া,গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')