bangladesh
 16 Mar 18, 11:09 AM
 262             0

হবিগঞ্জে ট্রাক্টর খাদে, নিহত ১।।

হবিগঞ্জে ট্রাক্টর খাদে, নিহত ১।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে ট্রাক্টর খাদে পড়ে এক বৃদ্ধ শ্রমিক নিহত ও অপর এক যুবক আহত হয়েছেন। মৃত সেই বৃদ্ধ শ্রমিকের নাম জহুর আলী (৬০)। আহত সেই যুবকের নাম আশফাক উদ্দিন। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলা বাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান,স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর আলীকে মৃত ঘোষণা করেন। আশফাককে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')