bangladesh
 09 Feb 18, 06:48 AM
 164             0

সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।।

সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।।

নিউজ ডেস্কঃ দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদল ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে এসআই অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়ার পাঁচ বছরের রায়ের পর বিএনপি নেতাকর্মীরা আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ,আওয়ামী লীগ-ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। এতে দুই পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। ভাঙচুর হয় সিএনজি অটোরিকশা,প্রাইভেটকার ও মোটরসাইকেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')