bangladesh
 16 Nov 17, 08:47 AM
 316             0

জামালগঞ্জে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

জামালগঞ্জে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাইফ উল্লাহ: জামালগঞ্জ উপজেলায় গত বছর পিএসসি পরীক্ষায় ভালো ফলাফল গ্রহনকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান “চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন’র চলতি বছর পিএসসির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেনের পরিচালনা কমিটির সভাপতি মাও: হাবিবুর রহমান। ভাইস প্রিন্সিপাল খাইরুল কবির চৌধুরী এস দোহা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য বালিকা উচ্চ বিদ্যালয় অবসর প্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান। কিন্ডার গার্টেন অধ্যক্ষ ফখরুল আলম চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যে পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী তৌহিদ চৌধুরী প্রদীপ। অন্যাণের মাঝে বক্তব্য রাখেন স্কুল শিকিক্ষা মাখসুদা আক্তার রুণী, অভিবাবক জেসমিন আক্তার, রাহাতুন্নেছা, রুবী আফিন্দী, বিদায়ী শিক্ষার্থী ইসরাত জাহান প্রমি, মাসুদুর রহমান, অনিসুর রহমান, অন্বেশা চৌধুরী পূজা, নুহা প্রমুখ।


শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের আবেদ প্রবণ পরিস্থিতিতে বক্তারা বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি খেলা-ধুলা ও সাংস্কৃতিক বিষয়েও শিক্ষার্থীদের এগিয়ে নিতে আহবান জানান। এসময় বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক-অবিভাবক ও উপস্থিত অতিথিবৃন্দের মাঝে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')